সরকারি কর্মকর্তাদের বৃত্তি দিতে জাইকা ও বাংলাদেশের মাঝে চুক্তি স্বাক্ষর

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকারের মাঝে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদেরকে বৃত্তি দেবে জাপান সরকার। জেডিএস স্কলারশিপ নামক বৃত্তিটি ২০২৪ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জনপ্রশাসনকে শক্তিশালী করার লক্ষ্যেই এই বৃত্তিটি দেয়া হবে। এই বৃত্তির আওতায় বাংলাদেশ সরকারের ৩৩ জন কর্মকর্তা জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন। এই ৩৩ জনের মধ্যে ৩০ জন মাস্টার্স পর্যায়ে এবং তিনজন ডক্টরাল পর্যায়ে পড়াশোনা করবেন।

চুক্তি অনুযায়ী জাপান সরকার বাংলাদেশকে ৪৯৫ মিলিয়ন ইয়েন অনুদান হিসেবে দেবে। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ৫৫৮ জন বাংলাদেশি কর্মকর্তা এই বৃত্তির আওতায় জাপানে পড়তে গিয়েছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিন শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং বাংলাদেশে জাইকার প্রধান মুখপাত্র ইচিগুচি তোমোহিদে উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab