বাশার আল আসাদের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ফ্রান্সের আদালতে বহাল

বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে দায়ের করা গ্রেপ্তারি পরোয়ানা ফ্রান্সের আদালতে বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন মামলা দায়ের করা আইনজীবী। খবর রয়টার্সের।

২০২৩ সালের নভেম্বরে ফ্রেঞ্চ বিচারকদের জারি করা পরোয়ানায় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে আসাদের বিরুদ্ধে। ২০১৩ সালের আগস্টে সিরিয়ার দুমা এবং পূর্ব ঘুটা জেলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের ফলে ১ হাজার মানুষের মৃত্যুর ঘটনা তদন্ত শেষে এই অভিযোগ আনা হয়।

সরকারপক্ষের আইনজীবীরা এই পরোয়ানাকে চ্যালেঞ্জ করেছেন, এবং রাষ্ট্রপ্রধান হিসেবে আসাদ এই পরোয়ানার আওতামুক্ত বলে জানিয়েছেন।

২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে আসাদ সরকার। ফ্রান্সের আপিল আদালতের রায়ের ব্যাপারে আসাদ সরকার এখনও কোনো মন্তব্য করেনি।

সাধারণত রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হয় না। তবে যুদ্ধাপরাধের দায় থাকলে কিছুক্ষেত্রে দৃষ্টান্ত সৃষ্টির উদাহরণ রয়েছে।

news24bd.tv/ab