এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ

রোববার (৩০ জুন) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। মোট ৯ হাজার ৪৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী দেশজুড়ে ২ হাজার ২৭৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

শিক্ষার্থীদের মধ্যে ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন সাধারণ শিক্ষাবোর্ড থেকে, ৮৮ হাজার ৭৬ জন মাদ্রাসা বোর্ড থেকে এবং ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন কারিগরি শিক্ষাবোর্ড থেকে পরীক্ষায় অংশ নেবে। দেশের বাইরে থেকে ২৮১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষার রুটিন অনুযায়ী ১১ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১২ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে লিখিত পরীক্ষা ১৮ জুলাই পর্যন্ত চলবে এবং ১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত এই বোর্ডের ব্যবহারিক পরীক্ষা চলবে।

সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পবেশ করতে বলা হয়েছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে মেসেজের মাধ্যমে প্রশ্নের কোড জানানো হবে।

পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক ব্যাতীত আর কেউ সাথে মোবাইল ফোন বহন করতে পারবে না। পাশাপাশি, পরিক্ষার্থী, পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক, প্রশাসনিক কর্মকর্তা ব্যাতীত আর কেউ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি কুইক রেসপন্স টিম নিয়োজিত থাকবে।

news24bd.tv/ab