‘সায়েম সোবহান আনভীরের দূরদর্শী নেতৃত্বে ব্যবসায়ীরা নিরাপদে’

নওগাঁয় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের সোনার পট্টি এলাকায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বাজুস নওগাঁর জেলা শাখার নেতাকর্মী ও ব্যবসায়ীরা। পরে একটি র‌্যালি বের করেন তারা।

এরপর শহরের আয়োজন নামে একটি হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এসময় বাজুস নওগাঁ জেলা শাখার সভাপতি এস,এম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাজুস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজু, সহসভাপতি অনুক কুমার কুন্ডু, সহসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হীরা, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, কোষাধক্ষ্য গৌড় সাহাসহ কমিটির অন্যান্য সদস্য এবং ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের দূরদর্শী নেতৃত্বে ব্যবসায়ীরা আজ নিরাপদে রয়েছে। সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় সারা বাংলার এই সংগঠন নতুন মাত্রা পেয়েছে। প্রেসিডেন্ট চান সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের স্বর্ণের বাণিজ্যিক ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে। আগামীতে দেশের অন্যতম রপ্তাণিপণ্য হয়ে উঠবে আমাদের দেশে তৈরি জুয়েলারি। সেই লক্ষেই কাজ করা হচ্ছে।

news24bd.tv/তৌহিদ