<p>বাগেরহাটে বাজুস প্রতিষ্ঠাবার্ষিকী</p>

‘বাজুস এখন সারা দেশের শক্তিশালী ব্যবসায়ী সংগঠন’

বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮জুলাই) দুপুরে বাগেরহাট শহরের কর্মকার পট্টিতে বাজুসের জেলা কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

শুরুতে বর্ণাঢ্য র‌্যালি বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলয় ভদ্রের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা বাজুসের সহসভাপতি এনাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অলোক বকসী, অসীম সরকার, শ্যামল বকসী, উত্তম বকসী, অনন্দ শীলসহ অন্যরা।

আলোচনা সভায় বাগেরহাট জেলা বাজুসের নেতৃবৃন্দ বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তার বলিষ্ঠ নেতৃত্বে বাজুস এখন সারা দেশের শক্তিশালী ব্যবসায়ী সংগঠনে রূপ নিয়েছে। সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীদের এক ছাতার নিচে নিয়ে এসেছেন। স্বর্ণ ব্যবসায় হয়রানি বন্ধে পরিচয় পত্রের ব্যবস্থা করেছেন। তার নেতৃত্বে দেশে তৈরি স্বর্ণালংকার বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর তার দূরদর্শী চিন্তায় দেশে প্রথম স্বর্ণ রিফাইনারি কারখানা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। স্বর্ণ রিফাইনারিতে উৎপাদিত স্বর্ণবার বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।

news24bd.tv/তৌহিদ