বাবার কবরেই সমাহিত করা হবে শাফিন আহমেদকে

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদেকে তার বাবা সুরকার কমল দাশগুপ্তের কবরে সমাহিত করা হবে বলে জানা বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যান্ড তারকা শাফিন আহমেদ।

৬৩ বছর বয়সে তার এই প্রয়াণে সংগীতাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এরই মধ্যে তার লাশ ঢাকায় আনতে আমেরিকায় গেছেন তার ভাই হামিন আহমেদ। জানা গেছে, তার লাশ দাফন করা হবে ঢাকায় বনানী গোরস্তানে। সেখানে বাবার কবরে সমাহিত করা হবে শাফিন আহমেদকে।

তার পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর পাশেই তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে। ১৯৭৪ সালে প্রয়াত হয়েছেন কমল দাশগুপ্ত।

এর আগে হামিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিলো ভার্জিনিয়াতে।

শোয়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শোটা ক্যানসেল করা হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানান অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু শাফিন সেখান থেকে আর ফেরেননি তিনি। বর্তমানে শাফিনের মরদেহ ভার্জিনিয়ার সেই হাসপাতালেই রয়েছে বলেও জানান হামিন।

news24bd.tv/SC