ইহুদিদের পছন্দ করেন না কমলা: ট্রাম্প

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইহুদিদের পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দক্ষিণ ফ্লোরিডায় একটি ধর্মীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প।

সম্প্রতি গাজার মানবিক দুর্দশা নিয়ে বক্তব্য দিয়েছিলেন কমলা হ্যারিস। এই বক্তব্যের পরেই ট্রাম্প চটেছেন বলে আলজাজিরার শনিবারের (২৭ জুলাই) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   

ওই বৈঠকে ট্রাম্প বলেন, ‘তিনি (কমলা) ইহুদিদের পছন্দ করেন না, তিনি ইসরায়েলকেও পছন্দ করেন না। তিনি এটি সব সময়ই করে থাকেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। ’

কমলার বিরুদ্ধে ট্রাম্প অভিযোগ এনে বলেন, মার্কিন কংগ্রেসের অধিবেশনে দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ এড়িয়ে গেছেন কমলা হ্যারিস। কারণ তিনি ইহুদি ধর্মের মানুষদের পছন্দ করেন না। তিনি ইসরায়েলও পছন্দ করেন না। কমলা বরাবরই এমন এবং কিছু পরিবর্তন করতে চান না বলে উল্লেখ করেন ট্রাম্প।

কমলা হ্যারিসের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের প্রমাণ পাওয়া যায় না। জানা গেছে কমলা হ্যারিসের স্বামীও একজন ইহুদি। বরং মিলওয়াকিতে পূর্ব নির্ধারিত প্রচার অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাওয়ায় কংগ্রেসের ভাষণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি কমলা হ্যারিস।

news24bd.tv/কেআই/এসএম