অলিম্পিকের বাছাইপর্ব থেকেই বিদায় শুটার রবিউলের

প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশি শুটার রবিউল ইসলাম। ৪৯ জনের মধ্যে তিনি হয়েছেন ৪৩তম। স্কোর করেছেন ৬২৪.২।

এই ইভেন্টের ফাইনালে উঠতে থাকতে রবিউলকে থাকতে হতো সেরা আটের মধ্যে। কিন্তু প্যারিসে তিনি ব্যক্তিগত সেরা স্কোরও ছুঁতে পারেননি। এ বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে তার স্কোর ছিল ৬২৮। প্যারিসে তিনি থেমেছেন ৬২৪.২ স্কোর করে।

এদিন শুরুটা আশা জাগানিয়া ছিল রবিউলের। শুরুতে ১০৫.৫ স্কোর করেছিলেন। এরপর যথাক্রমে করেছেন ১০৩.২, ১০৩.৫, ১০৩.৪, ১০৪.৭ ও ১০৩.৯। এই ইভেন্টে ৬৩১.৭ স্কোর করে প্রথম হয়েছেন চীনের সেইং লি হাও। অষ্টম হওয়া ক্রোয়েশিয়ার গোর্সা পিটারের স্কোর ৬২৯.৬।

এদিকে, প্যারিসে প্রথম পদকের দেখা পেয়েছে ভারত। ১০ মিটার নারী এয়ার পিস্তলে ২২১.৭ স্কোরে ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু। অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন। রুপা জিতেছেন একই দেশের কিম ইয়েজির। দক্ষিণ কোরিয়ার এটি দ্বিতীয় সোনা। আর ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন চীনের শিয়ে ইউ।

news24bd.tv/SHS