কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙলেন লিও মারশাঁ

৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে মার্কিন কিংবদন্তি সাঁতারু অলিম্পিয়ান মাইকেল ফেলপসের ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে স্বর্ণপদক জিতেছেন ফ্রান্সের লিও মারশাঁ। ২২ বছর বয়সী এই সাঁতারু তর্কসাপেক্ষে সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙেছেন যার অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি ২৩টি স্বর্ণপদক রয়েছে।

২০০৮ বেইজিং অলিম্পিকে ৪০০ মিটার মেডলিতে ফেলপসের টাইমিং ছিল ৪ মিনিট ৩.৮৪ সেকেন্ড। এবার প্যারিস অলিম্পিকে ৪ মিনিট ২.৯৫ সেকেন্ডে রেস শেষ করেন মারশাঁ। এতেই ভেঙে দেন কিংবদন্তির রেকর্ড। সাঁতারের পুলে মারশাঁ নিজেকে জানান দিয়ে আসছেন বেশ কয়েকবছর ধরেই।

২০২২ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলেতে স্বর্ণ এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে পেয়েছিলেন রুপা। ২০২৩ সালে এসে ২০০ মিটার মিডলে, ৪০০ মিটার মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন স্বর্ণ। এবার ২০২৪ সালে এসে ফেলপসের অলিম্পিক রেকর্ড ভাঙলেন তিনি। রেসে মারশাঁ অবশ্য ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুন: ভারতের হয়ে প্যারিস অলিম্পিকে প্রথম পদক জয় মনুর

তার ৫.৬৭ সেকেন্ড পরে এসে সাঁতার শেষ করে রুপা জেতেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার।

news24bd.tv/SC