ফুটবল ভক্তদের জন্য আরেকটি এল ক্লাসিকো

এবারের মৌসুম শুরুর আগেই এল ক্লাসিকো খেলবে ফুটবল ভক্তরা। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রবিবার (৩ আগস্ট) ভোরে নিউজার্সিতে। তার আগে পরে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা।

তিনটি ম্যাচ খেলতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অরলান্ডোতে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা।

মঙ্গলবার (৩০ আগস্ট) অরলান্ডোত ম্যানসিটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা। ৭ আগস্ট (ভোরে) বাল্টিমোরে তারা খেলবে এসি মিলানের বিপক্ষে। ১০ ফুটবলারকে ছাড়াই অরলান্ডোতে গেছে নতুন কোচ হানসি ফ্লিকের বার্সেলোনা। এই সফরে নেই লামিনে ইয়ামাল।

বার্সেলোনার হয়ে গত মৌসুমে ৩৮টি ম্যাচ খেলেছেন তিনি। তারপর ইউরোসহ জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪ ম্যাচ। ব্যস্ত মৌসুম শেষে আপাতত ছুটি দেওয়া হয়েছে তাকে। ছুটি পেয়েছেন আরেক তরুণ ফরোয়ার্ড ফেরান তোরেসও।

এছাড়াও চোটের কারণে নেই রোনাল্ড আরাউহো, গাভি, পেদ্রি, ডি ইয়ং ও আনসু ফাতি। স্পেনের হয়ে অলিম্পিক ফুটবলে অংশ নেওয়ায় দলের সাথে নেই পাউ কুবার্সি, ফেরমিন লোপেজ ও এরিক গার্সিয়া।

আরও পড়ুন: রিয়ালে যোগ দিয়ে আবেগাপ্লুত এনদ্রিক

ওই ১০ জনকে ছাড়াই ৩১ সদস্যের দল নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন নতুন কোচ হানসি ফ্লিক। রাফিনহা ও ইকাই গুন্দোয়ান দলের সঙ্গে যোগ দেবেন আলাদা করে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ১ আগস্ট (ভোরে) এসি মিলান এবং ৭ আগস্ট চেলসির সঙ্গে খেলবে আরও দুটি ম্যাচ।

news24bd.tv/SC