ন্যাটো থেকে তুরস্কের বহিষ্কার চায় ইসরায়েল

তুরস্ককে ন্যাটো জোট থেকে বের করে দেয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। আল জাজিরার এক প্রতিবেদন জানায়, ন্যাটো সদস্যভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ন্যাটোকে এর সদস্যভুক্ত দেশ তুরস্ককে সামরিক জোট থেকে বহিষ্কারের দাবি করেছেন।

জানা গেছে, আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় এমন দাবি তুলেছে ইসরায়েল।

রোববার (২৮ জুলাই) গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চলমান সামরিক অভিযানের পাশাপাশি লেবানন-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বাড়ানো নিয়ে ইসরায়েলকে হুমকি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সে সময় এরদোয়ান বলেন, ‘আমাদের এতটা শক্তিশালী হতে হবে যেন ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যা খুশি তাই করতে না পারে। ’ এ সময় তিনি গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। ’

ইসরায়েলকে হুমকি দেয়ার জন্য কাৎজ এরদোয়ানের তীব্র নিন্দা করে ন্যাটো সামরিক জোট থেকে তুরস্ককে বহিষ্কারের দাবি জানান।

news24bd.tv/SC