কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৪৫

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৫ জনে। এছাড়া শতাধিক আটকে পড়ার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, মঙ্গলবার (৩০ জুলাই) রাত ২টার দিকে ওয়েনাড জেলার মেপ্পাদি ও চুরামালার আশেপাশে ভূমিধস হয়। টানা বৃষ্টির জন্য উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলেও জানায় গণমাধ্যম।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চার ঘণ্টার মধ্যে তিনটি পৃথক ভূমিধসে অন্তত ৪৫ জন মারা গেছেন।  

উদ্ধারকাজে ২০০ জনের অধিক সৈন্য মোতায়েনের পাশাপাশি ভারতীয় এয়ারফোর্সের ২টি হেলিকপ্টারও রয়েছে। শত শত লোক আটকা পড়েছে বলে জানিয়েছে সশস্ত্র বাহিনী।

অনেক ঘরবাড়ি, যানবাহন ও দোকানপাট কাদা পানিতে তলিয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমে। এছাড়া চুরামালার প্রধান সেতুটি ধ্বংস হয়ে অন্যান্য এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রাজ্যের বনমন্ত্রী এ কে সসেন্দ্রন বলেন, ‘ অবস্থা গুরুতর, সরকার সমস্ত সংস্থাকে উদ্ধারে চাপ দিয়েছে। ’

এছাড়া সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি কেরালার ঘটনার জন্য ব্যাথিত।  তিনি বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন।  

সাম্প্রতিক বছরগুলোতে মারাত্মক বন্যা, ভূমিধসের ঘটনা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন সমস্যাগুলোকে আরো বাড়িয়ে তুলছে।

এসএম

news24bd.tv/TR