সমন্বয়কদের ছাড়ার বিষয়ে যা বললেন ডিবি প্রধান

নিরাপত্তার স্বার্থে কোটা বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের  (ডিবি) হেফাজতে রয়েছেন। এখন পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়ার কোন সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।  

তবে নানা মহল থেকে এ সমন্বয়কদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।  

ডিবির হেফাজতে থাকা সমন্বয়করা হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।     কোটা বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়কসহ যাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এই আল্টিমেটাম দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।  

news24bd.tv/কেআই/আইএইচ