বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈরুতের দক্ষিণাঞ্চলে উপশহর এলাকায় এ হামলা চালানো হয়। বিবিসির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।  

হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৭৪ জন। হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল।

হিজবুল্লার সিনিয়র কমান্ডার হাসান নসরুল্লাহর সামরিক উপদেষ্টা মুহসিন শোকরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ হামলায় মুহসিন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে হিজবুল্লাহ বলেছে, এ হামলা থেকে বেঁচে গেছেন তাদের শীর্ষস্থানীয় এই কমান্ডার।

গত শনিবার গোলান মালভূমির মাজদাল শামস শহরে রকেট হামলার ঘটনা ঘটে। এই হামলায় শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হন। আহত হন আরও ৩০ জন।

হিজবুল্লাহর ওপর হামলার দায় চাপিয়ে লেবাননে হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

মাজদাল শামসে রকেট হামলার দাবি আরও একবার নাকচ করেছে হিজবুল্লাহ।

বৈরুতে বিমান হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট বলেছেন, আমরা দেখিয়েছি যে আমাদের জনগণের রক্তের মূল্য আছে এবং কোনো জায়গা আমাদের বাহিনীর নাগালের বাইরে নেই।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করেছেন।

অন্যদিকে ইসরায়েলি হামলার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বৃহত্তর যুদ্ধ এড়ানো যেতে পারে।

news24bd.tv/এসএম/DHL