২৪ বছর কনডেম সেলে থাকার সাজা কমলো সেই শরীফার

গৃহকর্ত্রী হত্যার ঘটনায় ২৪ বছর ধরে কারাগারের মৃত্যুসেলে থাকা গৃহকর্মী শরীফা বেগম ও আব্দুস সামাদ আজাদের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। রায়ে শরিফাকে দ্রুত কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। আপিল আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

২৬ বছর আগে রাজধানীর শাজাহানপুরের এক গৃহকর্তাকে হত্যা করেন তারই বাসার কাজের মেয়ে শরীফা ও তার সহযোগী। ওই মামলার রায়ের বিরুদ্ধে আপিলে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। সেই থেকে ২৪ বছর ধরে কনডেম সেল বা মৃত্যুসেলে রয়েছেন আসামি শরীফা। কিন্তু বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে শুনানি নিয়ে এই রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য, আইনি বিধি-নিষেধ থাকায় এ যাবতকালে বাংলাদেশে কোনো নারীর ফাঁসি কার্যকরের রেকর্ড নেই।

news24bd.tv/SHS