ইসরায়েল-ইরান যুদ্ধের আশঙ্কা

ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত রণতরি ও যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এমন তথ্য জানিয়েছে।

ইসমাইল হানিয়া এবং হিজবুল্লার একজন শীর্ষ নেতার নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে ক্রমেই উত্তেজনা বাড়ছে। মূলত এই আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগ।

ইতোমধ্যে হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে ‘কঠোর সাজা’ দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছেন তিনি। ইসরায়েলও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। এই পরিস্থিতে বাস্তব অর্থেই ইসরায়েল-ইরান যুদ্ধ বাধার আশঙ্কা দেখা দিয়েছে।

গত বুধবার তেহরানে হামাস নেতা হানিয়া নিহত হন। ইরান এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও, প্রেসিডেন্ট নেতানিয়াহু এই ব্যাপারে এখনো কিছু বলেনি।

৬২ বছর বয়সী হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন। তবে সার্বিকভাবে সংগঠনটির সব শাখার নেতা হিসেবে বিবেচনা করা হতো তাঁকে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি।

সুত্র: বিবিসি

news24bd.tv/JP