শত্রু থেকে হেফাজতের দোয়া

দোয়া শব্দটির আক্ষরিক অর্থ 'আহবান' বা 'ডাকা', 'চাওয়া', 'আবদার করা'। ইসলাম ধর্মের নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন,’ দোয়া ইবাদতের সারাংশ। ‘ জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল (সা.) আমাদের দোয়া শিখিয়েছেন।

শত্রু থেকে হেফাজতের দোয়াঃ আল্লাহুম্মা ওয়া ক্বিয়াতান কা ওয়া ক্বিয়াতিল ওয়ালীদ

অর্থ: হে আল্লাহ! নবজাতককে হেফাজত করার মত (আমাদের) হেফাজত করো।

হাদিসে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি (আল্লাহর কাছে) কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। অথবা তদানুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন। যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। (তিরমিজি)

রসুল (সা.) বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। (তিরমিজি ৩৩৮২)

news24bd.tv/এসএম