রশিদ খানের বলে বলে ছক্কা হাঁকালেন পোলার্ড

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা এখন কম। তাই ক্রিকেটাররাও ব্যস্ত রয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে। ইংল্যান্ডে চলছে ১০০ বলের লিগ ‘দ্য হান্ড্রেড’। সেখানেই রশিদ খানের ৫টি বলের প্রতিটিতেই ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা কাইরন পোলার্ড। যদিও যেখানে ওভার হয় ৫ বলে।

গতকাল শনিবার (১১ আগস্ট) সাউদাম্পটনে রশিদ খানের দল ট্রেন্ট রকেটসের মুখোমুখি হয়েছিলো পোলার্ডের দল সাউদার্ন ব্রেভ। সেখানে আগে ব্যাট করে ট্রেন্ট রকেটস নির্ধারিত ১০০ বলে ১২৬ রান তোলে। পোলার্ডের ক্যারিশম্যাটিক ব্যাটিংয়ে সেই লক্ষ্য ১ বল হাতে রেখেই পেরিয়ে যায় সাউদার্ন ব্রেভ।

কিন্তু পোলার্ড রশিদকে যেনো দিলেন না কোনো পাত্তাই। রশিদের ঘূর্ণি উপেক্ষা করে নিজের কবজির জোর দেখিয়েছেন পোলার্ড।   

আরও পড়ুন: নির্ধারিত সময়ের ৫ দিন আগেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

ম্যাচের ৮১-৮৫তম বলের প্রতিটিতে ছক্কা হাঁকিয়েছেন তিনি। অবশ্য দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ওভার হয় ৫ বলে হওয়ার কারণে হয়তো স্বস্তি পেয়েছেন আফগান তারকা রশিদ খান। নাইলে হয়তো ৬ বলে ৬ ছক্কার রেকর্ডটাও হয়েই যেতো। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সাউদার্ন ব্রেভের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৪৫ রান করা পোলার্ড।  

news24bd.tv/SC