ট্রাম্পকে টপকে গেলেন হ্যারিস: জরিপ

কয়েকটি স্টেটে জনসমর্থনের দিক থেকে ট্রাম্পকে পিছনে ফেলেছেন হ্যারিস। শনিবার (১০ আগস্ট) নিউইয়র্ক টাইমসের প্রকাশিত একটি জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উইসকনসিন, পেনসিলভানিয়া এবং মিশিগানের সুইং স্টেটগুলিতে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি জনসমর্থন পান।  

 সিয়েনা কলেজ রিসার্চ ইনস্টিটিউট দ্বারা পরিচালিত সমীক্ষায় দেখা গেছে যে হ্যারিস তিনটি রাজ্যে পঞ্চাশ থেকে ছিচল্লিশ শতাংশ পর্যন্ত ট্রাম্পকে পরাজিত করেছেন। জরিপটি পাঁচ এবং নয় আগস্টের মধ্যে প্রায় দুহাজার সম্ভাব্য ভোটারের মধ্যে পরিচালিত হয়।

হ্যারিস এবং ট্রাম্প উভয়ের জন্যই, এই নভেম্বরের নির্বাচনে জিততে হলে পেনসিলভানিয়া এবং এর উনিশটি নির্বাচনী ভোট, অথবা মিশিগান এবং উইসকনসিনের সম্মিলিত পঁচিশটি জায়গায় ভোটে জয়লাভ করতে হবে।

 

news24bd.tv/এসএম