সরকার বদলানোর স্লোগান দেওয়ায় ইসরায়েলি বিক্ষোভকারীদের গ্রেপ্তার

গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা নিয়ে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিক্ষোভ করেন কয়েকজন ইসরায়েলি নাগরিক। বৃহস্পতিবার সকালে অর্থনীতিমন্ত্রী নীর বারকাতের জেরুজালেমের বাড়ির সামনে এই বিক্ষোভ করেন তারা। এ ঘটনায় চার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভকারীরা বারকাতের বাড়ির পার্কিং গ্যারেজের প্রবেশপথ অবরুদ্ধ করেছিলেন বলে উল্লেখ করে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ। আর এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।  

বিক্ষোভকারীরা বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন আন্দোলনের সময়। এসময় তারা তাৎক্ষনিক যুদ্ধ বন্ধের চুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন, “এখনই চুক্তি”।

এছাড়াও বন্দিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান তারা। স্লোগানে বলেন, “এখনই সবাইকে ফিরিয়ে আনুন”। বিক্ষোভকালে সরকার পরিবর্তনের কথাও বলেন তারা। এসময় “সরকার বদলাতে হবে” বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরবর্তীতে বিক্ষোভকারীদের চারজনকে গ্রেপ্তার করা হয়। সূত্র: আল জাজিরা

 

news24bd.tv/এসএম