আরজি কর-কাণ্ডে গর্জে উঠলেন কারিনা-প্রীতি

আরজি কর-কাণ্ডের রেশ ছড়িয়ে পড়েছে বলিউডেও। একে একে সরব হতে সুরু করেছেন তারকারা। মৃত চিকিৎসকের বিচারের দাবিতে আওয়াজ তুলছেন তারা। এবার সেই যাত্রায় যোগ দিলেন কারিনা কাপুর খান ও প্রীতি জিনতা।  

 অভিনেত্রী করিনা কপূর খান সামাজিক মাধ্যমে লিখেছেন, সময় বয়ে যায়। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। দিল্লির নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে এনে লেখেন, “১২ বছর পরেও একই ঘটনা। একই প্রতিবাদ। কিন্তু আমরা এখনও পরিবর্তনের অপেক্ষা করে চলেছি। ”  

নারিদের সুরক্ষা ঙ্কিয়ে কথা বলেছেন প্রীতি জিনতা। তিনি লেখেন, “অর্থনীতিতে সারা বিশ্বে আমাদের দেশ পঞ্চম স্থানে রয়েছে। আগামী নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ছাপিয়ে যাবেন মহিলারা, এমনই মনে করা হচ্ছে। সময় হয়েছে যে মহিলাদের নিরাপত্তাকেই সবার আগে রাখতে হবে। খারাপ লাগে যখন দেখি, খারাপ লাগে যখন দেখি, গ্রেফতারের পরে একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে। কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশ্যে আনা হয়। ”

এর আগে আরজি কর-কাণ্ডে মুখ খুলেছেন আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, স্বরা ভাস্কর, সামান্থা রুথ প্রভু, পরিণীতি চোপড়া ও কঙ্গনা রা্নাওত সহ আর অনেকে। সূত্র: আনন্দবাজার 

news24bd.tv/এসএম