রাজস্ব আদায়ে ন্যূনতম ব্যত্যয় হলে ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায়ে আইনকানুনের ন্যূনতম ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেছেন, দুর্নীতি শক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে। রাঘববোয়ালদের ব্যাপারে তদন্ত করা হবে। শাস্তির আওতায় আনা হবে।

রাজস্ব আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি না করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

রোববার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এসব কথা জানান এনবিআরের নতুন চেয়ারম্যান।

ছাত্র-জনতার এই বিপ্লব ব্যর্থ করা যাবে না উল্লেখ করে আবদুর রহমান খান বলেন, তেলাপোকার মতো নয়, ডাইনোসরের মতো বাঁচতে চাই।

তিনি বলেন, ব্যক্তি নয়, রাষ্ট্রের স্বার্থ দেখতে হবে। আইন ও বিধি যারা অমান্য করবে তাদের শাস্তির আওতায় আনা হবে।

news24bd.tv/তৌহিদ