গণমাধ্যমে হামলা ও সম্প্রচার বন্ধের ঝুঁকিতে উদ্বিগ্ন ‘গণমাধ্যম সংস্কার উদ্যোগ’

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আওতাধীন জাতীয় দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে সোমবার (১৯ অগাস্ট) হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সংশ্লিষ্ট অফিসগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় ‘গণমাধ্যম সংস্কার উদ্যোগ’ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। একইসঙ্গে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে। আমরা প্রত্যাশা করি, এসব প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।   

অন্যদিকে, মালিকানার দ্বন্দ্বে বেসরকারি সময় টেলিভিশন বন্ধের ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় টেলিভিশনটিতে কর্মরত সাধারণ গণমাধ্যমকর্মীরা যাতে পেশাগত ঝুঁকি বা চাকরি হারানোর অনিশ্চয়তায় না পড়ে তার নিশ্চয়তা দানে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো যাচ্ছে। একইসঙ্গে গণমাধ্যমগুলোতে এখনো যে অগণতান্ত্রিক আচরণ ও স্বেচ্ছারিতা চলছে তার অবসান হওয়া জরুরি বলে মনে করছে গণমাধ্যম সংস্কার উদ্যোগ। news24bd.tv/আইএএম