আইফোনে লুকানো অ্যাপ খুঁজতে কী করবেন? 

অনেকের হাতেরই আইফোন দেখা যায়। তবে আইফোনের মধ্যে থাকা অনেক পোগ্রাম আছে অনেকেই হয়তো জানেন না। চাইলে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে আইফোনে থাকা লুকানো অ্যাপ খুঁজে পাওয়া যায়।  লুকানো অ্যাপগুলো কীভাবে বের করবেন চলুন জেনে নেই নিম্নে-

* প্রথমেই আইফোনে থাকা অ্যাপ লাইব্রেরি পরীক্ষা করে দেখতে হবে, সেখানে কোনো অপরিচিত অ্যাপ আছে কি না। যদি কোনো অ্যাপ আপনার হোম স্ক্রিনে দৃশ্যমান না হয়, তাহলে সেটি অ্যাপ লাইব্রেরিতে থাকতে পারে।

* এ ছাড়া অ্যাপ্লিকেশন বিভাগে সমস্ত ইনস্টল করা অ্যাপের বর্ণানুক্রমিক তালিকা পাওয়া যায়। এর ফলে তালিকায় অপরিচিত অ্যাপ থাকলে সহজেই জানা সম্ভব।

* হিডেন অ্যাপ ফোল্ডারে লুকানো অ্যাপের তালিকা দেখার পাশাপাশি নির্দিষ্ট অ্যাপ পুনরায় আইফোনের হোম স্ক্রিনে নিয়ে আসা যায়। এ জন্য নির্দিষ্ট অ্যাপ আইকনে কিছুক্ষণ চেপে ধরে ‘অ্যাড টু হোম স্ক্রিন’ নির্বাচন করলেই তা আইফোনের হোম স্ক্রিনে দেখা যাবে।

news24bd.tv/TR