সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলে প্রজ্ঞাপন

বর্তমান প্রেক্ষাপটে কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণ সংক্রান্ত নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারের মন্ত্রিসভার সদস্য ও এমপিরা এখন আর সেই পদে না থাকায় তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হলো।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যসহ যে সব ব্যক্তি কোনো পদে অধিষ্ঠিত থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতেন। ওই পদে তাদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাদের এবং তাদের স্পাউসদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ’ 

news24bd.tv/আইএএম