<p><strong>স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পরে সিদ্ধান্ত</strong></p>

কর্মস্থলে ফিরছেন আনসাররা, ৬ মাসের রেস্ট প্রথা থাকবেনা

আনসার সদস্যদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকছেনা। বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয়করনের বিষয়টি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে। আজ রোববার (২৫ আগস্ট) আনসারদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে, চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত কয়েক হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেছিলো। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

এ সময় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বৈষম্য বিরোধী আনসার সদস্যদের সমন্বয়ক নাসির মিয়া জানান, আমাদের আন্দোলন স্থগিত করা হলো। আমরা সবাই কাজে ফিরে যাবো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে চাকরি জাতীয়করণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আসছিলো আনসার সদস্যরা।

news24bd.tv/JP