পশ্চিম তীরে শত শত ভেড়া চুরি করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

ফিলিস্তিনে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেবরনের সাইর শহরের পূর্বে  ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আক্রমণ করেছে। আক্রমণের পর বসতি স্থাপনকারীরা ৩০০ ভেড়া চুরি করেছে বলে সংবাদ সংস্থা ওয়াফা'র বরাত দিয়ে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে আল জাজিরা।  

ওয়াফা'র সূত্রমতে, হামলাটি জুরাত আল-খাইল গ্রামের বাসিন্দাদের লক্ষ্য করে করা হয়েছে।

জুরাত আল-খাইল গ্রামের আহমেদ আল-শালালদেহ সংবাদ সংস্থাকে বলেছেন যে ভেড়া চুরি করার আগে সামরিক ইউনিফর্ম পরা কয়েক ডজন বসতি স্থাপনকারী বাসিন্দাদের আক্রমণ করে, তাদের ফোন কেড়ে নেয়, এবং জলের ট্যাঙ্কগুলিকে ক্ষতিগ্রস্ত করে।

আল-শালালদেহ আরও বলেছেন, যে সহিংসতা এবং চুরির পরিকল্পনা করা হয়েছিল ফিলিস্তিনি নাগরিকদের এলাকা থেকে বাস্তুচ্যুত করার জন্য। শুধু বাস্তুচ্যুত নয়, অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের পথ তৈরি করার জন্যও এই হামলা চালানো হয়। এর পূর্বেও এমন হামলা করা হয়েছিল বলে উল্লেখ করেছেন ওই বাসিন্দা। সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম