৬ জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েল 

হামাসের হাতে বন্দি ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার (৩১ আগস্ট) রাফাহ এলাকার একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে মৃতদেহগুলো পাওয়া গেছে।  

জিম্মিদের নাম- কারমেল গ্যাট, ইডেন ইরেশালমি, হার্শ গোল্ডবার্গ-পোলিন, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং মাস্টার সার্জেন্ট ওরি ড্যানিনো বলে জানিয়েছে আইডিএফ। এদিকে হার্শ গোল্ডবার্গ আমেরিকার নাগরিক বলে জানা গেছে।  

এ বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, "আমি বিধ্বস্ত এবং ক্ষুব্ধ। " রবিবার সকালে আইডিএফ আরও একটি বিবৃতিতে বলেছে যে মৃতদেহগুলি "ইসরায়েলি ভূখণ্ডে ফিরিয়ে দেওয়া হয়েছে। "

এই বন্দীদের ২০২৩ সালের ৭ আগস্ট  জিম্মি করেছিল হামাস। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের পরিবারকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় হামাসকে ধ্বংস করার জন্য একটি অভিযান শুরু করে। হামাসের ওই হামলায় প্রায় ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি হয়। সূত্র: বিবিসি

news24bd.tv/এসএম