নামাজের সময়সূচী: ২ সেপ্টেম্বর ২০২৪

নামাজ ইসলামের প্রাণ। আপনার যতই ব্যস্ততা থাকুক না কেন, সময়মত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। কারণ মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হচ্ছে নামাজ।

আজ সোমবার ২ সেপ্টেম্বর, ২০২৪ ইংরেজি, ১৮ ভাদ্র ১৪৩১ বাংলা, ২৭ সফর ১৪৪৬ হিজরি।

দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচী- ফজর: ৪টা ২৪ মিনিট, জোহর: ১২টা ০২ মিনিট, আসর: ৪টা ২৯ মিনিট, মাগরিব: ৬টা ২০ মিনিট, এশা: ৭টা ৩৫ মিনিট। ফজর (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর): ৪টা ২৪ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে– বিয়োগ করতে হবে- চট্টগ্রাম: ৫ মিনিট , সিলেট: ৬ মিনিট।

যোগ করতে হবে- খুলনা: ৩ মিনিট, রাজশাহী: ৭ মিনিট, রংপুর: ৮ মিনিট, বরিশাল: ১ মিনিট।

সূর্যোদয় (সোমবার ২ সেপ্টেম্বর): ৫টা ৩৯ মিনিট

news24bd.tv/JP