সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলল ভারত 

বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি রাশিয়া-ইউক্রেন, হামাস ও ইসরায়েলি পরিস্থিতির ওপরও বাহিনীকে নজর রাখতে বলেন তিনি। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দেশটির লখনৌতে জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে তিনি এ কথা বলেন।  

দ্য টেলিগ্রাফ অনলাইনের খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এ জন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ, চীনসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন।

আরও পড়ুন...জাতিসংঘ সাধারণ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হবেন ৭ জন

তিনি ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উসকানি মোকাবিলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর ওপর জোর দেন।  

ভারতের মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর ওপর নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে। ’ 

আরও পড়ুন...আদালতে দাঁড়িয়ে যে কাণ্ড করলেন সাবেক দুই পুলিশপ্রধান  news24bd.tv/আইএএম