চুলের সব সমস্যার সমাধান লুকিয়ে করলায় 

করলার নানাবুধ উপকারিতা রয়েছে। ডায়বেটিস রোগীদের শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকেরা করলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে শুধু শর্করা নিয়ন্ত্রণে নয়, করলা চুলের নানা সমস্যাও সমাধান করতে পারে।  

তবে চুলের সমস্যা দূর করতে কী ভাবে ব্যবহার করবেন করলা-

চুলের সমস্যা দূর করতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন করলা তেল।

১) করলা তেলের সঙ্গে চটকে নিতে হবে কলা। মিশ্রণটি তরল হতে হবে। ভালো করে মাথায় মেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার পর শ্যাম্পু করে নিলে ভালো উপকার পাওয়া যায়।  

২) অনেকের অল্প বয়সেই চুল পেকে যায়। পাকা চুলের সমস্যা দূর করতে করলার তেল ব্যবহার করা যেতে পারে। করলা তেল মাথার ত্বকে ভালো করে মেখে নিতে হবে।  ৩০-৪০ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে।  সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যাবে।  

৩) খুশকির সমস্যা থাকলে চুল বেশি পরে। এই সমস্যা থেকে রেহাই পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে করলার তেল মাথায় দিলে খুশকির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। সূত্র: আনন্দবাজার

news24bd.tv/এসএম