আবারও কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ড

আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কেনিয়ার একটি মেয়েদের স্কুলে। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মধ্য কেনিয়ার একটি স্কুলে আগুন লেগে অন্তত ২১ জন নিহত হওয়ার পর আবারও একটি স্কুলে অগ্নিকান্ডের ঘটনা ঘটল।     শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়, সেন্ট্রাল কেনিয়ার ইসিওলো কাউন্টির ইসিওলো গার্লস হাই স্কুলে অগ্নিকাণ্ডটি ঘটে।  

ইসিওলো কাউন্টির যোগাযোগ পরিচালক হুসেন সালেসা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, "স্কুলের প্রায় দুই থেকে তিনটি ভবনে আগুন লেগেছে। " এছাড়া আইসিওলো সাব কাউন্টির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে একটি বিবৃতিতে বলেছেন হুসেন।

কেনিয়ার জন্য স্কুলে আগুন লাগা অস্বাভাবিক কিছু নয়। ৩০ বছরেরও বেশি সময় ধরে বারবার এ ধরণের ঘটনা ঘটেছে। ২০২২ সালে, পশ্চিম কেনিয়ার একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, বেশ কয়েকজন ছাত্রকে অগ্নিসংযোগের সন্দেহে গ্রেপ্তারও করা হয়েছিল।  সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম