ওয়াসার সহিদের নিয়োগ স্থগিত, জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপককে এমডি করার নির্দেশ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এ কে এম সহিদ উদ্দিনের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট। ওয়াসার জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপককে এমডি পদে সাময়িকভাবে নিয়োগ দিতে নির্দেশ দেয়া হয়।

রোববার স্থানীয় সরকার সচিবের প্রতি তিন মাসের জন্য এ নির্দেশ দেওয়া হয়। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রুলসহ এ আদেশ দেন।

এমডি হিসেবে নিয়োগ পাওয়া এ কে এম সহিদ উদ্দিনের ‘বেআইনিভাবে’ ওয়াসার এমডি পদ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান ওই রিট করেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ১৫ আগস্ট ওয়াসার এমডি তাকসিম খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। পরে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নতুন এমডি হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিয়ে ওয়াসার কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে অসন্তুোষ দেখা দেয়।

news24bd.tv/FA