মিশিগানে চট্টগ্রাম সমিতির বনভোজন, প্রবাসীদের মিলন মেলা 

প্রবাসের ব্যস্তজীবনে বৃহত্তর চট্টগ্রাম সমিতির বনভোজনের দিনটা পরিনত হয় প্রবাসীদের মিলনমেলায়। নানা আনন্দ আয়োজনের মাধ্যমে বনভোজনের দিনটা উদযাপন করেন প্রবাসীরা। মিশিগানে বসবাসকারী অভিবাসী বাংলাদেশিদের চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবানরীতিতে আপ্যায়ন করে নিজস্ব ঐতিহ্যকে সমৃদ্ধ করলো চাট গাঁয়ের এই সংগঠনটি।

রোববার বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগানের উদ্যোগে ওয়ারেন সিটির হেলমিছ পার্কে সংগঠনটির ২৫তম বনভোজনটি প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়।  

বনভোজনে নানা বয়সের নারী পুরুষ ও শিশুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মিশিগানের বৃহত্তম এই পার্কটি। নারী, পুরুষ ও শিশুরা নানা খেলায় অংশ নিয়ে দিনটা উপভোগ করেন।

চট্টগ্রামের মেজবান রীতিতে আপ্যায়ন করা হয় উপস্থিত সবাইকে। বনভোজনে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে।  

এদিকে বনভোজনে অংশ নেয়ায় ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো নুরুল হক ও সাধারণ সম্পাদক আজিজ উদ্দিন ।

news24bd.tv/TR