পুঁজিবাজার ঠিক করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করবে বিএসইসি

পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। নতুন দায়িত্ব নেওয়ার পর বুধবার (১১ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

রাশেদ মাকসুদ জানান, কীভাবে গুরুত্বপূর্ণ কাজগুলো বেগবান করা যায় তা নিয়েই কাজ করবেন তিনি।  

তবে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে করণীয় বিষয়ে সাংবদিকদের প্রশ্নের জবাব দেননি খন্দকার রাশেদ মাকসুদ। news24bd.tv/আইএএম