ফেডারেল চাকরিতে সার্টিফিকেটের বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা

গতকাল শুক্রবার পেনসিলভানিয়ায় দেওয়া এক বক্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট  কমলা হ্যারিস বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হোন তবে চাকরিতে যোগ দেওয়ার ব্যাপারে কলেজ ডিগ্রির (স্নাতক) বাধ্যবাধকতা তুলে দেবেন। তিনি মনে করেন, সার্টিফিকেট দিয়ে যোগ্যতা বিচার করা যায় না। কাজের ক্সেত্রে কে কতোটা মেধাবী সেটাই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এতো শুধু শিক্ষিত নয়, জনশক্তিকে গুরুত্ব দেওয়া হবে এবং অনেক মানুষের কর্মসংস্থান হবে।  

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়ছেন কমলা।   ২০২৩ সালের শুরুর দিকে ইউএস সেন্সাস ব্যুরো প্রকাশিত জরিপে দেখা গেছে, ২৫ বছর বা তার বেশি বয়সী মার্কিন নাগরিকদের মধ্যে ৬২ শতাংশের বেশি মানুষের স্নাতক ডিগ্রি নেই। ২০২০ সালে ভোটারদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনেরই কলেজ ডিগ্রি ছিল না। সূত্র , সিএনএন ।  

news24bd.tv/ডিডি