১৬ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল

আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  ১৬ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৯তম (অধিবর্ষে ২৬০তম) দিন। বছর শেষ হতে আরো ১০৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:

 

১৮১২ - মস্কো শহরে এক অগ্নিকাণ্ডে এক দিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে গিয়েছিল। ১৯০৮ - জেনারেল মোটরস কর্পোরেশনের প্রতিষ্ঠা। ১৯২০ - ওয়াল স্ট্রিটে জেপি বিল্ডিংয়ের সামনে শক্তিশালী বোমা বিস্ফোরণ হলে ৩৮ জন মারা যায় এবং প্রায় ৪০০ লোক আহত হয়। ১৯৩১ - হিজলি জেলে রাজবন্দিদের ওপর পুলিশ গুলি চালায়। ১৯৩১ - লিবিয়ায় ইতালীর উপনিবেশ বিরোধী স্বাধীনতাকামী নেতা ওমর মুখতারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম মাসে জার্মানীর সেনারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশো অবরুদ্ধ করে ফেলে। ১৯৪০ - মার্কিন যুক্তরাষ্ট্র ২১ থেকে ৩৫ বছর বয়স্ক পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়। ১৯৪১ - ইরানের রেজা শাহ পাহলভি সিংহাসন পরিত্যাগ করেন। ১৯৫৩ - যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত। ১৯৫৫ - আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু হয়। ১৯৭৫ - পাপুয়া নিউ গিনি স্বাধীনতা লাভ করে। ১৯৭৮ - রিখটার স্কেলে ৭.৫-৯ মাত্রার ভূমিকম্পে ইরানের তারা শহরে প্রায় ২৫ হাজার লোকের মৃত্যু হয়। ১৯৮৭ - বিশ্বের ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ু মণ্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়।

জন্ম:

১৫০৭ - জিয়াজিং, চীন সম্রাট। ১৭৪৫ - মিখাইল কুটুযোভ, রাশিয়ান ফিল্ড মার্শাল। ১৮৫৩ - আলব্রেখ্‌ট কসেল, জার্মান প্রাণরসায়নবিজ্ঞানী এবং জিনতত্ত্ব অধ্যয়নের অন্যতম পথিকৃৎ। (মৃ. ১৯২৭) ১৮৫৮ - বোনার ল্‌, কানাডিয়ান স্কটস-মহাজন, রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী। ১৮৫৯ - ইউয়ান সিকাই, চীনা সাধারণ ও রাজনীতিবিদ ও চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। ১৮৮৮ - ফ্রান্স ইমিল সিলান্‌পা, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ লেখক। (মৃ. ১৯৬৪) ১৮৯৩ - আলবার্ট সেজেন্ট-গোর্গি, একজন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান প্রাণরসায়নবিদ (মৃ. ১৯৮৬) ১৮৯৩ - গিরিজাপতি ভট্টাচার্য, বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক। (মৃ. ১৯৮১) ১৯১৩ - দীনেশ দাস, বিশ শতকের ভারতের বাঙালি কবি। (মৃ. ১৩/০৩/১৯৮৫) ১৯১৬ - এম এস শুভলক্ষ্মী, ভারতরত্নে সম্মানিত কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট সংগীত শিল্পী। (মৃ. ১১/১২/২০০৪) ১৯২৩ - লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী। (মৃ. ২০১৫) ১৯২৪ - লরেন বাকল, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০১৪) ১৯২৭ - পিটার ফক, মার্কিন অভিনেতা। (মৃ. ২০১১) ১৯৩০ - আবদুল গফুর মজিদ নূরানী, প্রখ্যাত ভারতীয় আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও লেখক। (মৃ. ২০২৪) ১৯৩২ - জর্জ চাকিরিস, মার্কিন নৃত্যশিল্পী, গায়ক ও অভিনেতা। ১৯৩২ - মিকি স্টুয়ার্ট, ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ। ১৯৫২ - মিকি রুর্ক, আমেরিকান বক্সার এবং অভিনেতা। ১৯৫৬ - ডেভিড কপারফিল্ড, আমেরিকান যাদুকর এবং অভিনেতা। ১৯৫৮ - জেনিফার টিলি, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৫৯ - ডেভিড জন রিচার্ডসন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, ম্যানেজার ও আইনজীবী। ১৯৬৬ - অশঙ্কা প্রদীপ গুরুসিনহা, শ্রীলংকান ক্রিকেটার। ১৯৬৮ - ওয়াল্ট বেকার, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৬৮ - মার্ক এন্থনি, আমেরিকান গায়ক, গীতিকার, অভিনেতা ও প্রযোজক। ১৯৭১ - এমি পোয়েহলের, আমেরিকান অভিনেত্রী, কৌতুকাভিনেতা ও প্রযোজক। ১৯৭৬ - টিনা বারেট, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেত্রী। ১৯৮১ - ফ্যান বিংবিং, অভিনেত্রী, টেলিভিশন প্রযোজক এবং পপ গায়িকা। ১৯৮১ - অ্যালেক্সিস বলেডেল, আমেরিকান অভিনেত্রী। ১৯৮৪ - সেরগিনহ কাটারিনেন্সে, ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়। ১৯৮৪ - কেটি মেলুয়া, জর্জিয়ান বংশোদ্ভূত ইংরেজ গায়ক, গীতিকার ও গিটার। ১৯৯২ - নিক জোনাস, একজন মার্কিন গায়ক, গীতিকার, অভিনেতা এবং রেকর্ড প্রযোজক।

মৃত্যু:

৩০৭ - ফ্লাভিউস ভ্যালেরিয়াস সেভেরাস, রোমান সম্রাট। ১৭৩৬ - ডানিয়েল গাব্রিয়েল ফারেনহাইট, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী এবং গ্লাসে ফুৎকারপ্রদানকারী। ১৭৮২ - ফারিনেলি, ইতালীয় গায়ক। ১৮৭৫ - আনন্দচন্দ্র বেদান্তবাগীশ ব্রাহ্মসমাজের কর্মকর্তা ও বাঙালি লেখক। (জ. ১৮১৯) ১৯২৫ - আলেক্সান্দ্র্‌ আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান, রুশ গণিতজ্ঞ, বিশ্বতত্ত্ববিদ এবং পদার্থবিজ্ঞানী। (জ. ১৮৮৮) ১৯৩১ - ওমর আল-মুখতার, প্রখ্যাত লিবীয় স্বাধীনতাকামী যোদ্ধা। (জ. ১৮৬২) ১৯৩১ - সন্তোষ কুমার মিত্র, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ। (জ. ১৯০০) ১৯৩১ - তারকেশ্বর সেনগুপ্ত,ভারতের স্বাধীনতা আন্দোলনকারী,সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম কর্মী। (জ. ১৯০৫) ১৯৩২ - রোনাল্ড রস, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ চিকিৎসক। (জ. ১৮৫৭) ১৯৪২ - হীরেন্দ্রনাথ দত্ত, খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং বিশিষ্ট পণ্ডিত। (জ. ১৮৬৮) ১৯৪৪ - গুস্টাভ বাউয়ের, জার্মান সাংবাদিক, রাজনীতিবিদ ও ১১তম চ্যান্সেলর। ১৯৪৬ - জেমস জিনস, প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক। (জ. ১৮৭৭) ১৯৫৭ - কই বাইসই, চীনা চিত্রশিল্পী। ১৯৬৫ - ফ্রেড কুইম্বি, প্রখ্যাত মার্কিন এ্যানিমেশন নির্মাতা। ১৯৭৩ - ভিক্টর হারা, চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক। ২০০৭ - রবার্ট জর্ডান, আমেরিকান প্রকৌশলী ও ‘হুইল অব টাইম’ সিরিজ বইয়ের লেখক। ২০০৯ - টিমোথি বেটসন, ইংরেজ অভিনেতা।

ছুটি ও অন্যান্য:

বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস ৷ স্বাধীনতা দিবস - পাপুয়া নিউ গিনি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

news24bd.tv/DHL