চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দু’দিন আগে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে দলের সঙ্গে যোগ দেন সাকিব।

আজ বুধবার আনুষ্ঠানিক অনুশীলন সেশনে যোগ দেবেন তিনি। মূলত ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সাকিব শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। পরে সংযুক্ত আরব আমিরাত থেকে সাকিবের ভারতের ভিসার ব্যবস্থা করা হয়।

এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ না ফিরে সরাসরি ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। তবে ভারতে অবস্থানরত বাংলাদেশ দলের সাথে কবে যোগ দেবেন তিনি, সেটাই ছিল বড় প্রশ্ন।

দলে যোগ দেয়ার পর একদিন দলীয় অনুশীলনেরও সুযোগ পাবেন সাকিব। ভারতে গিয়ে তার পরদিন থেকেই অনুশীলন করছে টাইগাররা। চেন্নাইয়ের পিচ স্পিনবান্ধব হওয়ায় বাংলাদেশের স্পিনারদের দিকে বাড়তি দায়িত্ব থাকবে। সাকিবের পাশাপাশি মিরাজ ও তাইজুলের ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন।

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে চেন্নাই টেস্ট। আগামী ২৭ সেপ্টেম্বরে কানপুরে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এরপর ৬, ৯ এবং ১২ অক্টোবর দুই দল তিনটি টি-টোয়েন্টি খেলবে।

news24bd.tv/FA