‘অন্তর্বর্তী সরকারের কেউ রাজনৈতিক দল খুললে নির্বাচন বিতর্কিত হবে’

অন্তর্বর্তীকালীন সরকারে থেকে কেউ রাজনৈতিক দল খুললে আগামী নির্বাচন বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাইফুল হক।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় সাইফুল হক বলেন, সরকারের থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্লাটফর্ম করার সুযোগ নেই। তাতে তারা নিরপেক্ষতা হারাবে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করবে না। নির্বাচিত সরকারকে বেশকিছু সংস্কার করতে হবে।

এ সময় তিনি বলেন, নির্বাচিত সরকার কি ধরনের সংস্কার করবে, তা নির্বাচনের আগেই দলগুলোকে জানাতে হবে। সক্রিয়, বিরোধী দল, সাংবাদিক সবার দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে। অন্তর্বর্তী সরকারের তাদের উপর অর্পিত যতটুকু দায়িত্ব পালন করবে বলে আশা করেন তিনি।

news24bd.tv/FA