আইন সংশোধনে ৬০ শতাংশ খেলাপি ঋণ আদায় সম্ভব: বিএবি

খেলাপি ঋণ আদায়ের ব্যাপারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি আব্দুল হাই সরকার জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করলে ৬০ শতাংশ খেলাপি ঋণ আদায় সম্ভব।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।

বিএবি জানায়, এতদিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কিছু জায়গায় অতিরিক্ত শাসন, আর কিছু জায়গায় কম শাসন করে আসছে। যা ব্যাংকগুলোর সঙ্গে পরামর্শ করে সমাধান করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের কথাও জানিয়েছে ব্যাংক মালিকরা। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, ব্যাংক কোম্পানি আইনের সংশোধন চান উদ্যোক্তা পরিচালকরা।

আর আইনের ফাঁক ফোকরের কারণে খেলাপি ঋণ আদায় করা যাচ্ছে না জানিয়ে বিএবি চেয়ারম্যান বলেন, এটি ঠিক হলে ৬০ শতাংশ খেলাপি ঋণ আদায় সম্ভব হবে।

news24bd.tv/তৌহিদ