আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ সেপ্টেম্বর। দুই বছর আগে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল দেশটিকে। এরপর চরম অস্থিতিশীল অবস্থার মুখোমুখি হয়েছিল দেশটি। বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে আছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি।

অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই নির্বাচন দেশটির সংস্কারের ভাগ্য নির্ধারণ করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আসন্ন নির্বাচনে ৩৮ জন প্রার্থী লড়াই করবেন। তবে এই নির্বাচনে কোনো নারী প্রার্থী নেই। ২০১৯ সালে দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা ৪২ শতাংশ ভোট পেয়ে গোতাবায়া রাজাপক্ষের কাছে হেরে যান। এবার প্রেমাদাসা নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।

এদিকে যাঁরা পরিবর্তন চান, তাঁরা বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকের দিকে তাকিয়ে আছেন। নির্বাচনে লড়ছেন দেশটির বিতর্কিত রাজাপক্ষে পরিবারের সদস্য নামাল রাজাপক্ষেও। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২৯০ কোটি টাকার সহায়তা নিয়ে অর্থনীতিতে বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছে শ্রীলংকা। ২০২২ সালে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ৭০ শতাংশ। বর্তমানে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ১ দশমিক ৭ শতাংশ। স্থানীয় মুদ্রা শক্তিশালী করার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভও পুনর্গঠন করা হয়েছে দেশটিতে।  

news24bd.tv/এসএম