থামলো ভারত, হাসানের ফাইফার

২০০ রানের আগেই অলআউটের শঙ্কায় পড়লেও রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ব্যাটিং দৃঢ়তার চেন্নাই টেস্টের প্রথম দিনেই ৩৩৯ রান করে ফেলে ভারত। তবে দ্বিতীয় দিনে বেশিদূর যাওয়া হলো না তাদের। ৩৭৬ রানে শেষ হয়েছে ভারতের প্রথম ইনিংস।  

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) এম চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করতেই হাতে থাকা ৪ উইকেট হারায় ভারত। আগের দিন ৪ উইকেট নেওয়া হাসান মাহমুদ জসপ্রীত বুমরাহকে ফিরিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফাইফার।

চেন্নাই টেস্টে নামার আগে সবশেষ রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেন হাসান।

আরও পড়ুন: অশ্বিন-জাদেজার অনবদ্য জুটি, আক্ষেপ নিয়েই দিন শেষ বাংলাদেশের 

দ্বিতীয় দিনের শুরুতেই গতি দিয়ে অশ্বিন-জাদেজাকে চেপে ধরেন তাসকিন-নাহিদ-হাসানরা। ৮৬ রান নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় থাকা জাদেজা নামের পাশে আর কোনো রান যোগ করতে না পেরেই উইকেট দেন তাসকিন আহমেদকে। এই ডানহাতি পেসার পরে ফেরান আকাশ দীপ (১৭) এবং সেঞ্চুরিয়ান অশ্বিনকে (১১৩)।  

ভারতের ইনিংস গুটিয়ে যায় শেষ ব্যাটার হিসেবে বুমরাহ ফিরলে। ৭ রান করে তিনি হাসানকে উইকেট দিয়ে ফেরেন সাজঘরে।

news24bd.tv/SHS