যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলছেন, জাতির আশাকাঙ্খা পূরণে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।  

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ চালানোর জন্য জামায়াতে ইসলামীর কাছে সহযোগিতা চেয়েছিল। আমরা তাদের সহায়তা করছি। একটি একটি পক্ষ ফ্যাসিবাদের দোসর হয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিচার বিভাগীয় ষড়যন্ত্রের চেষ্টা করেছিল।  

এরপর আনসারদের নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। ফ্যাসিবাদ বিদায় হলেও প্রশাসনের অনেকেই এখনো ফ্যাসিবাদের পক্ষে আছে। তাদের পরিবর্তে দেশ প্রেমিকদের দায়িত্ব না দিয়ে সংস্কার কাজ সফল হবে না।  

তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীও দুর্গোৎসবে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে।

news24bd.tv/কেআই