বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধান বিচারপতি

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারক উপস্থিতি ছিলেন।  

দেশের অধস্তন আদালতের সব পর্যায়ের বিচারকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, বিচার বিভাগের অবক্ষয় রোধে কোনো জেলা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যর্থ হলে এটা তাদের দুর্বলতা হিসেবে বিবেচিত হবে।  

দেশের বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়ে আলোকপাত ও সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরতে এই অভিভাষণ অনুষ্ঠানের আয়োজন করেন প্রধান বিচারপতি।  

একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘গায়েবি-হয়রানি মামলার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করতে যা যা করণীয় সবই করবে সরকার। ’

অনুষ্ঠানের শুরুতে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান অতিথিরা।

news24bd.tv/এসএম