জুলাই বিপ্লবে আহতদের সহায়তায় যুক্তরাষ্ট্রে ‘কনসার্ট ফর বাংলাদেশ’

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর বাংলাদেশ’। মূলত জুলাই বিপ্লবে আহত ব্যক্তিদের পুনর্বাসনে তহবিল সংগ্রহে এই কনসার্টের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। সংগ্রহের সব অনুদান বাংলাদেশের এনজিও নারীপক্ষের মাধ্যমে আহত ব্যক্তিদের দেওয়া হবে বলে জানা গেছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিভার্সিটি অব হিউস্টন স্টুডেন্ট সেন্টার থিয়েটারে আয়োজিত এ কনসার্টে তিন শহর হিউস্টন, অস্টিন আর ডালাসের জনপ্রিয় ব্যান্ড ‘হিউস্টন জ্যাম সেশন’, ‘অকটেভ’ আর কণ্ঠশিল্পী কুহু গান পরিবেশন করবেন।

এতে আরও বলা হয়, মিউজিশিয়ান বাবনা করিমের সলিডারিটি বক্তব্যসহ কবি মোশাররফ হোসেন পাটওয়ারী নাহিদের কবিতায় আবৃত্তিশিল্পী সাগর সেনের আবৃত্তি ‘অপারগতার গ্লানি’ নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিশেষ পরিবেশনা আর আহত ব্যক্তিদের সাহায্যে নারীপক্ষের উদ্যোগের বিবরণে বিশেষ উপস্থাপনা।

বিস্তারিত দেখুন এখানে।

news24bd.tv/TR