ইসরায়েলের গভীরে রকেট হামলার দাবি হিজবুল্লাহর

উত্তর ইসরায়েলে রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়া স্বরুপ পূর্বে ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে কয়েক ডজন রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে। রোববার (২২ আগস্ট), এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।  

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ১০টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল এবং বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। শনিবার, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা হিজবুল্লাহর হামলা বন্ধ করার জন্য দক্ষিণ লেবাননে শত শত বিমান হামলা চালিয়েছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী দেশের তৃতীয় বৃহত্তম শহর হাইফাসহ উত্তর ইস্রায়েলে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে, রবিবার ইসরায়েলে রকেট হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২০০৬ সালের যুদ্ধের পর এই প্রথম ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলি ২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে বলে জানা গেছে

উল্লেখ্য, লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষবস্তুতে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা বলে জানিয়েছে আল জাজিরা।

news24bd.tv/এসএম