আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের সাবেক ডিআইজির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

আবু সাঈদ হত্যা মামলার আসামী রংপুরের সাবেক ডিআইজি আবদুল বাতেনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল।

উল্লেখ্য, আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়  আবু সাঈদকে পুলিশের গুলি করে হত্যা করে। এই ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয় মানুষ। কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে সরকার পতনের এক দফায় রূপ নেয়। গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন।  

বিস্তারিত আসছে....

news24bd.tv/এসএম