করফাঁকি দেওয়া কাউকেই ছাড় নয়: এনবিআর চেয়ারম্যান

করফাঁকি দেওয়া কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকে সহজ করতে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর এ কথা বলেন তিনি।

করদাতাদের স্বস্তি দেওয়ার পাশাপাশি আয়কর জমাদান প্রক্রিয়া আধুনিকায়ন করতে নানামুখী উদ্যোগ আছে এনবিআরের। এরই অংশ ই-রিটার্ন প্লাটফর্ম।   ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধন করতে এসে নিজের ভোগান্তির কথাও জানান এনবিআর চেয়ারম্যান।

করফাঁকি দেওয়ার ব্যাপারে সবাইকে সতর্ক করে তিনি বলেন, কর গোয়েন্দা অধিদপ্তর নতুন করে কাজ শুরু করেছে। যেসব ব্যক্তির ব্যাপারে ঝুঁকি বেশি, তাদের তথ্য পাওয়া যাচ্ছে; সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কিছুটা সময় লাগলেও করফাঁকির ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

news24bd.tv/আইএএম