ব্যাংকের তারল্য সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: গভর্নর

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে ইসলামী ব্যাংকসহ তিন ব্যাংকে শুরু হচ্ছে টাস্কফোর্সের নিরীক্ষা কার্যক্রম। পরবর্তীতে তারল্য সংকটে থাকা আরও ছয় ব্যাংকেও একইভাবে নিরীক্ষা করা হবে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ব্যাংকের তারল্য সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দুর্বল ব্যাংকগুলোতেও আমানতের প্রবৃদ্ধি বাড়ছে।

গভর্নর জানান, ব্যাংক বন্ধ নয় বরং দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তা আছে। এসময় গ্রাহকদের অপ্রয়োজনীয় অর্থ উত্তোলন থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। বলেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হয়ে আসবে।

news24bd.tv/SHS