ট্রাম্পকে হত্যা পরিকল্পনার চিঠি লিখেছিলেন অভিযুক্ত 

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত ১৫ সেপ্টেম্বর ফ্লোরিডার একটি গলফ কোর্সে হত্যার চেষ্টা করা হয়েছিল। হত্যা চেষ্টা করা অভিযুক্ত রায়ান রাউথকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমেরিকার বিচার বিভাগের তথ্য অনুযায়ী গ্রেপ্তারের আগেই ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে একটি চিঠি লিখেছিলেন রাউথ।  

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা ওই চিঠিতে কিছু তারিখ এবং স্থানের নাম পাওয়া গেছে যেখানে ট্রাম্পের উপস্থিত থাকার কথা ছিল।  

ইউএস ম্যাজিস্ট্রেট রায়ন ম্যাককেবে বলেছেন "অভিযুক্তের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ রয়েছে এবং তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

রাউথ এখনও পর্যন্ত দুটি অপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছেন, যার মধ্যে একটিতে আগ্নেয়াস্ত্র রাখার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।  

গত ১৫ সেপ্টেম্বর ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন রুথ। সেদিন ট্রাম্পের খুব কাছেই অবস্থান করছিলেন রুথ। পালানোর সময় তিনি ঘটনাস্থলে একটি বন্দুক ফেলে যান। তাতে টেলিস্কোপ লাগানো ছিল। ভেতরে ছিল ১১টি গুলি। ওই বন্দুকের ওপর রুথের আঙুলের ছাপও পাওয়া গেছে।  

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন মাঠে গলফ খেলছিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় মাঠের পাশের ঝোপের মধ্যে এক বন্দুকধারীকে দেখতে পান ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। সিক্রেট সার্ভিসের সদস্যরা গুলি চালালে সন্দেহভাজন ওই বন্দুকধারী পালিয়ে যান। পরে কাছাকাছি এক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুথকে গ্রেপ্তারের পর তার এক বন্ধুর বাড়ির চিঠির বাক্সে একটি চিঠি পান তদন্তকারীরা। চিঠিতে রুথ লিখেছিলেন, ‘এটা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা ছিল। তবে আপনাকে ব্যর্থ করেছি। আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছিলাম। এখন কাজটা শেষ করা আপনার ওপর নির্ভর করছে। কাজটি যে শেষ করবে, আমি তাকে ১ লাখ ৫০ হাজার ডলার দেব। ’

তবে তাৎক্ষণিকভাবে নতুন এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া জাননি রুথের পক্ষের আইনজীবী। সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম